পশ্চিমী ঝঞ্ঝায় দাপটে প্রবল বৃষ্টির আশঙ্কা বাংলার ৪ জেলায়! আগামীকালের আবহাওয়া

Published on:

north bengal rain

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তেই তাপমাত্রার পারদ চড়ছে জেলায় জেলায়। সকাল থেকেই প্রখর রোদের তাপে গা যেন জ্বলে যাচ্ছে। এদিকে সপ্তাহ পেরোলেই দোল উৎসব। তবে তার আগে সকলকে অবাক করে দক্ষিণবঙ্গে সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা। জানা গিয়েছে আগামী দু’দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে (Weather Update)। দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নামলো স্বাভাবিকের তুলনায়। তবে এই আবহে ফের বৃষ্টির দুর্যোগ দেখা দিল বঙ্গে।

আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী জানা হয়েছে ৯ মার্চ, রবিবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে সঙ্গ দিয়ে দুর্যোগ ডেকে আনছে জোড়া ঘূর্ণাবর্ত। অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে আবার মলদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে আরেকটি ঘূর্ণাবর্ত। যার জেরেই চলতি সপ্তাহে বৃষ্টি হতে চলেছে রাজ্যে। যদিও এগুলির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আপাতত দক্ষিণবঙ্গের উপরে পড়ছে না।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ১০ মার্চ পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খানিকটা কমতে পারে। কিন্তু আবার চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা ফের বাড়বে। আর তখনই পারদের মান বাড়বে। তাপমাত্রা ৪০ এর ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঘূর্ণাবর্তের জেরে উত্তরের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। কারণ ঘূর্ণাবর্ত এর ঠেলায় উত্তরবঙ্গের চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ৪-৫ দিন। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ দেশের স্বার্থে রোজা ভেঙে কট্টরপন্থীদের তোপের মুখে শামি

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥