প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ যেন বেশ বেড়েছে দক্ষিণের জেলাগুলিতে। রাতের দিকে যেন উত্তুরে হাওয়ার পরিমাণ বেড়েই চলেছে। আর ভোর হতে না হতেই গোটা এলাকা হালকা কুয়াশায় মুড়ে যায়। আর এই শীতের আবহেই হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিল সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। রাজ্যের পার্বত্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের মুখে এ বার এমনটাই জানিয়ে দিল আলিপুর।
ঘূর্ণাবর্ত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে নতুন করে আবির্ভাব হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। চলতি সপ্তাহের শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এ জন্য উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এ ছাড়াও গতকাল অর্থাৎ সোমবার, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটিও এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পন্ডিচেরি থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে সেটি। শক্তি বাড়িয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কতটা?
আর অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর পরবর্তী ২ দিনের মধ্যে এটি শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। তবে এর ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে যদি শেষ পর্যন্ত এই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে সেটিকে ‘ফেঙ্গল’ নামে ডাকা হবে। যার নামকরণ করেছে সৌদি আরব। তবে আপাতত শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ২৭ এবং ২৮ নভেম্বর এই অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের বেগ প্রতি ঘণ্টায় ৭৫ কিমি পর্যন্তও চলে যেতে পারে।
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি!
দূরের সমুদ্রে তৈরি হওয়ায় এই নিম্নচাপের সরাসরি খুব একটা প্রভাব না পড়লেও সপ্তাহান্তে বঙ্গের উপকূলঘেঁষা এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ২-৩ দিনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়। এবং মাসের শুরুতে অর্থাৎ রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সপ্তাহভর শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। তবে নতুন করে পারদ পতনের সম্ভাবনা কম।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা বিশেষ কিছু কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। দার্জিলিঙে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |