আজ ৪ জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ফের কমবে তাপমাত্রা, আবহাওয়ার খবর

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমেছে। অর্থাৎ নতুন বছরের শুরুতে রাজ্যে বেশ কনকনে শীতের দেখা পাওয়া গিয়েছে। কিন্তু গত রবিবার থেকে রাজ্য জুড়ে ফের বেড়েছে তাপমাত্রা। আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়। আর সঙ্গে রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি করেছে।

WhatsApp Community Join Now

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণের পাশপাশি উত্তরের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। প্রায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আবার ২-৪ দিন পর তাপমাত্রা ফের বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহভর তাপমাত্রা বাড়া-কমা করবে। তবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে আবার বৃষ্টির দাপটও দেখা যাবে আজ থেকেই। যদিও চলতি শীতের মরশুমে বৃষ্টিও যে ঘর বাঁধবে তার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাই শীতপ্রেমীদের মনে একটাই প্রশ্ন জাগছে যে আদেও কি এই বছর জাঁকিয়ে শীত পড়বে!

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ভোর থেকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কনকনে শীতের আমেজ না থাকলেও হালকা শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ক্রমেই ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে দার্জিলিংয়ের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত ও তুষারপাত দুইই হতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে আজ। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও বৃষ্টি হবে না। সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির দুর্যোগ কাটলে সেখানে কনকনে শীতের আমেজ দেখা যাবে।

সঙ্গে থাকুন ➥
X