প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরে ব্যাপক শীতের আশঙ্কা প্রথম থেকেই দিয়ে এসেছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে কনকনে ঠান্ডা পড়লেও বছরের শেষে একদমই শীতের লেশমাত্র নেই রাজ্যে। একের পর এক ঝঞ্ঝা এবং নিম্নচাপে রীতিমত পালিয়েছে শীত। অন্যদিকে, জাঁকিয়ে তুষারপাত শুরু হয়েছে উত্তর ভারতে। বরফের চাদরে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশের মানালি। আর এই আবহে এবার রাজ্যে শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম থাকলেও চিন্তা নেই। কারণ নতুন বছর পড়তেই শীতের আমেজ বাড়বে। যদিও শনিবার রাতে এবং রবিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া | South Bengal Tomorrow’s Weather |
আগামীকাল, সপ্তাহের প্রথম এবং বছরের শেষ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার কোনো এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এইমুহুর্তে আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না। কিন্তু আগামী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে নামবে তাপমাত্রা।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া | North Bengal Tomorrow’s Weather |
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কালিম্পঙে শিলাবৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায়।