প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি মরশুমে এবার শীতের চিরশত্রু রূপে বার বার বাঁধা দিচ্ছে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা। যতক্ষণ না পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কাটছে, ততদিন ভরপুর ঠান্ডা-ঠান্ডা ভাব কিছুতেই অনুভূত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তুরে হাওয়ার বদলে সাগর থেকে ঢুকছে উষ্ণ পূবালী বাতাস। মহা বিপাকে শীত প্রেমীরা।
তবে নতুন বছরে জানুয়ারির শুরুতে শীত চেনা মেজাজে ফিরলেও এখনও উষ্ণতার আমেজ রয়েছে চারিদিকে। কারণ আবার ঘুরে ফিরে সেই আবহাওয়ার কাঁটা হয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ। যার ফলে ফের সর্বনিম্ন তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। আজও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে চিন্তা কদিন পরে ফের তাপমাত্রা কমবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কমবেশি সব জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ফের বুধবার থেকে পারদ নামতে শুরু করবে। তখন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই পাঁচ জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা যাবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মত শুকনো আবহাওয়া বিরাজ করবে। তবে আকাশে হালকা আংশিক মেঘের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। রাতের দিকে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবারও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। তবে জানা গিয়েছে তিন দিন পর উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে।