প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাসের শুরুতেই ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। যার ফলে গত সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে গতকাল অর্থাৎ সোমবার থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সেক্ষেত্রে আপাতত রাজ্যে তেমন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে (Weather Update)। তবে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এইমুহুর্তে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। গত কয়েকদিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমছে। দিনের বেলায় সূর্য চোখ রাঙালেও ঘর্মাক্ত গ্রীষ্ম আপাতত দূরে। আগামী দুদিন একই রকম থাকতে পারে। কিন্তু দুদিন পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। মার্চের মাঝামাঝি থেকেই রীতিমতো গরম অনুভূত হবে।
আগামীকাল সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গেও উপকূলীয় জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
এইমুহুর্তে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে হালকা-মাঝারি কুয়াশা থাকতে পারে।