প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে বেড়েই চলেছে অস্বস্তিকর আবহাওয়া (Weather Update)। বেলা বাড়তেই একদিকে যেমন সূর্যের তেজ বাড়ছে ঠিক তেমন ভাবেই তাপপ্রবাহের দাপট বেড়েছে। রীতিমত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে এবার স্বস্তি নিয়ে আসতে চলেছে বৃষ্টি। আজ থেকেই আমূল পরিবর্তন হবে আবহাওয়ার।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, গত ১৩ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের ঠিক পাঁচ দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে। তার উপর অসম এবং বিহারেও রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। যার ফলে সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আজ থেকেই কালবৈশাখী এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলবে অস্বস্তিকর গরম। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ সমস্ত জেলায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সাময়িকভাবে দাবদাহ থেকে মুক্তি পাবে রাজ্যবাসী। জানা গিয়েছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: টেস্ট অধ্যায়ও শেষ, বোর্ডের A+ গ্রেডে আর জায়গা হচ্ছে না রোহিত-বিরাটের? জানিয়ে দিল BCCI
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টি দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে। তবে সেক্ষেত্রে উত্তরবঙ্গের পূর্বাভাস কিছুটা ভিন্ন। এখানে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চল, উত্তর দিনাজপুর সহ, শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |