প্রীতি পোদ্দার, কলকাতা: মে মাসের শেষে এসে রাজ্য জুড়ে যেন প্রাক-বর্ষার মরশুম (Weather Update) তৈরি হয়েছে। যদিও বঙ্গে বর্ষা নিয়ে এখনও কোনো আপডেট দেয়নি মৌসম ভবন। তবে বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ায় জ্বালাপোড়া গরম থেকেই সাময়িক হলেও স্বস্তি মিলেছে রাজ্য জুড়ে। সকাল থেকে ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হলেও বিকেল হতেই ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। তারপরেই শুরু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। জানা গিয়েছে আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে।
আবহাওয়া শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, সেই কারণেই রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির আমেজ তৈরি হয়েছে। আরও কিছু দিন এমন ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে।
বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় বেশ দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরে বৃষ্টির আবহাওয়া গত কয়েকদিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেলা বাড়তেই প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হবে। এছাড়াও বইবে দমকা ঝোড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী শুক্রবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ফের চ্যালেঞ্জের মুখে রাজ্য সরকার! গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতার সিদ্ধান্ত নিয়ে মামলা হাইকোর্টে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তাই এই দুই জেলায় জারি কড়া হয়েছে কমলা সতর্কতা। সঙ্গে বইতে পারে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও উত্তরের বাকি জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |