প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপ এবং ঘূর্ণবাতের সংমিশ্রণে বিগত কয়েক দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে দিন রাত বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা সাধারণ মানুষের। নিচু এলাকায় জল জমে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনই এই দুর্যোগের হাত থেকে নিস্তার নেই। কারণ হাওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন এমনই থাকতে চলেছে বৃষ্টি দুর্যোগ।
আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা গাঙ্গেয় বঙ্গের উত্তর দিকে সরে এসেছে। তার উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যেটি পশ্চিমে শ্রীগঙ্গানগর, রোহতক, বান্দা, সিধি, রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর দিয়ে চলে গিয়েছে। যার জেরে বঙ্গে গত কয়েকদিন ধরে দিনরাত রাজ্যে জারি থাকবে ঝড়বৃষ্টি। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালটা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হতে পারে ভারী বৃষ্টি। কলকাতার পাশাপাশি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইবে প্রায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ১৭ বছর পর রায়! মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী প্রজ্ঞা-সহ সকল অভিযুক্ত
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আগামী বুধবার পর্যন্ত টানা চলবে ভারী বৃষ্টি। তাই উত্তরের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণ দিনাজপুর, মালদহেও হবে ঝড়বৃষ্টি। তবে শুক্রবারের পরে সেখানে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |