প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার (Weather Update)। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর আবহাওয়ার গুমোট ভাব কিছুতেই কাটছে না। এদিকে কেরলে সময়ের আগেই পা রেখেছে বর্ষা। পশ্চিমবঙ্গেও আগাম বর্ষার পূর্বাভাস মিলেছে। তাই আসন্ন প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, প্রশাসন সম্ভাব্য জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিশেষ করে সুন্দরবন উপকূলের আশেপাশে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্তটি নিম্মচাপে পরিণত হওয়ার সম্ভবনা বেশি। এর প্রভাবে আগামী কয়েক দিন এ রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে চলেছে। তবে বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। পাশপাশি নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। তাই আগামীকাল, ২৮ মে অর্থাৎ বুধবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এবং ৩১ মে, শনিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অন্যদিকে আজও বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই রোদ উঠেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এদিকে রাজ্যে এখনও বর্ষা শুরু না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তাই হাঁসফাঁস অবস্থা সকলের। তবে বিকেলের দিকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: ফের ড্রোন? রাতের আকাশে রায়গঞ্জের সীমান্তবর্তী এলাকায় রহস্যময় আলো, ছড়াল আতঙ্ক
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এইমুহুর্তে উত্তরবঙ্গে প্রাক বর্ষার মরশুম দেখা গিয়েছে। আর এই পরিস্থিতিতে আজ বেশ কয়েকটি জেলার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর ও কোচবিহার, দার্জিলিং, মালদায়। এছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টি সতর্কতা রয়েছে। জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |