প্রীতি পোদ্দার, কলকাতা: কখনও ১১ তো আবার কখনও একধাক্কায় বেড়ে হচ্ছে ১৬ অথবা ১৭। চলতি বছর শীতের মরশুমে খানিক এমনই বিচিত্র ছবি লক্ষ্য করছে রাজ্যবাসী। আর পারদ এইভাবে ওঠা নামা চক্করে আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে বছরের শুরুতে কনকনে ঠান্ডা থাকলেও হালকা ঠান্ডার মেজাজ রয়েছে রাজ্যজুড়েই। তার অন্যতম মূল কালপ্রিট হল পশ্চিমী ঝঞ্ঝা। গতকাল অর্থাৎ রবিবার থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা সামান্য বেড়েছে। যা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা কমার ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আগামী বুধবার থেকেই তাপমাত্রা নামতে পারে। শীতের জোরালো দাপট অনুভূত হতে পারে সপ্তাহের শেষের দিকে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। সমস্ত জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। পাশাপাশি ভোর এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গ শুষ্ক এবং উষ্ণ থাকলেও উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও। এর পাশাপাশি আবার তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে পাহাড়নগরী দার্জিলিংয়ে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নীচের এলাকাগুলিতে তাপমাত্রা খানিক বাড়তে পারে। সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। সেই কারণে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।