কলকাতাঃ আজ লক্ষ্মীপুজো। আর লক্ষ্মীপুজোর দিন সকাল থেকেই বাংলার আকাশের মুখভার। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরী হতে চলেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আগামী কয়েক ঘণ্টায় তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে। যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে না। তবে একেবারেও যে বৃষ্টি হবে না সেটা নয়। হাওয়া অফিসের ইঙ্গিত অনুযায়ী, আগামী কালীপুজো অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া বদলে যাবে। বৃষ্টি হবে। এদিকে আজ পুজোর দিনও জায়গায় জায়গায় বৃষ্টি হবে বলে খবর। আপনি যদি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।
ফের ভাসবে বাংলা?
এমনিতে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে গত ১৩ই অক্টোবর বাংলা থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়েছে। যদিও এই বিদায় বেলায় রীতিমতো বৃষ্টিতে থেমে গিয়েছে তাও কিন্তু নয়। বরং উল্টে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে শুরু করে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর যার জেলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাজুড়ে। আলিপুর জানাচ্ছে, আপাতত কয়েকদিন বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। উল্লেখিত জেলাগুলিতে এদিন বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। জানা যাচ্ছে, আজ দার্জিলিং কালিম্পং-র মতো পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |