সাগরদ্বীপ থেকে ৭৭০ কিমি দূরে, কালই ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় ডানা! আছড়ে পড়বে কোথায়?

Published on:

cyclone dana live

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে ভয়ের আশঙ্কা যেন আরও গিলে খাচ্ছে। বার বার ভেসে আসছে ২০২০ এর আমফানের স্মৃতি। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার, সেই ঘূর্ণাবর্ত আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামীকাল অর্থাৎ বুধবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং দুপুরের দিকে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের আগমনের আগেই উত্তাল থাকবে সমুদ্র। তাইতো আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা গিয়েছে এখনও অবধি নিম্নচাপটির গতিপ্রকৃতি দেখে আবহবিদরা অনুমান করছে যে আগামীকাল অর্থাৎ বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং এই রাজ্যের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। এবং স্থলভাগে ঢুকতেই এটির সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘণ্টা ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বাধিক গতিবেগ অনুমান করা হচ্ছে ঘণ্টায় ১২০ কিমি। এইমুহুর্তে উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে জানা গিয়েছে, আজ সকালে ওড়িশার পারাদ্বীপের থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই নিম্নচাপটি। এবং বাংলার সাগরদ্বীপের ৭৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে এই ঘূর্ণিঝড়টি।

দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব

ঘূর্ণিঝড়ের ডানার প্রভাবে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর সেই বৃষ্টির প্রকোপ আগামীকাল বৃহস্পতিবারও বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পুরে দুই দিনাজপুর এবং মালদহে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাব

ওড়িশাতে প্রশাসন শক্ত হাতে মাঠে নেমেছে। ইতিমধ্যেই গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেওনঝড়, ঢেঙ্কানল, জজপুর, আঙ্গুল, খুরদা, নয়াগড় এবং কটকে আগাম সতর্কতা হিসাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজকের মধ্যেই পুরীতে পর্যটকশূন্য করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার কোনও পর্যটককে পুরী ভ্রমণে না আসার পরামর্শও দিয়েছে সে রাজ্যের সরকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group