আজ থেকে আরও দুর্যোগ দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টি ৫ জেলায়! আবহাওয়ার আপডেট

Published on:

weather today

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে রাজ্য জুড়ে। এদিকে সপ্তাহের প্রথম দিনে কাজের ব্যস্ততার মাঝে বৃষ্টিতে বেরিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাসে-ট্রেনে ভোগান্তি চরমে। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকে জলমগ্ন। এই পরিস্থিতিতে নিম্নচাপের জেরে আরও বৃষ্টির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

নিম্নচাপের ভ্রূকুটি

আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে ফের এক নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। আর এবার সেটাই বাস্তবিক রূপ নিতে চলেছে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার দরুন আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে বাংলার বহু জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই নিম্নচাপের প্রভাবে কোথাও ভারী বর্ষণ, তো কোথাও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আজ কোথায় কোথায় সতকর্তা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ থেকেই বৃষ্টির দুর্যোগ বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দিন রাত। ইতিমধ্যেই বৃষ্টির জন্য উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন: ‘হেরা ফেরি ৩’-এ ফিরছেন পরেশ রাওয়াল, নিজেই জানালেন ‘বাবু ভাইয়া’

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আজ অর্থাৎ মাসের শেষ দিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। জানা গিয়েছে আজ থেকে ভারী বৃষ্টির দাপট বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আগামী রবিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং-এ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥