দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, আজ বাংলার ৮ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস

Published on:

weather update 1

কলকাতাঃ দুর্গাপুজো শেষ, এবার লক্ষ্মীপুজোর পালা। ইতিমধ্যেই জায়গায় জায়গায় প্রস্তুতিও রীতিমতো তুঙ্গে। কবে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে, তার অপেক্ষা মানুষ। এদিকে বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও আবহাওয়ার মতিগতি কারোরই ভালো লাগছে না। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে তীব্র বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ মঙ্গলবার বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টি হবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

ফের সাগরে নিম্নচাপ

WhatsApp Community Join Now

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ ও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত উচ্চচাপে দুই বিপরীতধর্মী বায়ুর মিলন হবে। আর এর ফলে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের পার্বত্য ও পাদদেশীয় জেলাগুলিতে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে খবর। যাইহোক, আজ মঙ্গলবার আপনিও কি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির সঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। নিম্নচাপের প্রভাবে এদিন উত্তরবঙ্গের মাত্র দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর এই দুই জেলা হল দার্জিলিং ও কালিম্পঙ। বাকি জেলাগুলিতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। যেমন বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার।

সঙ্গে থাকুন ➥
X