প্রীতি পোদ্দার, কলকাতা: আগে কালীপুজোর সময় থেকেই শীতের খানিক আমেজ উপভোগ করা যেত, কিন্তু চলতি বছর সেই শীতের আমেজ কোথায় যেন একেবারেই হারিয়ে গিয়েছে। ভোর এবং সকালের দিকে হালকা কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে। কিন্তু তাপমাত্রার বিশেষ কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না। আর এই আবহেই আবার শীতের আগমনের পথে কাঁটা হতে চলেছে বৃষ্টি। কারণ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ।
আগের সপ্তাহে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হবে। পারদ নামবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে। তবে সেই পূর্বাভাস অনেকটাই বদলে গেল। আজ হাওয়া অফিস জানিয়ে দিল, অন্তত আগামী পাঁচ দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ শীতের আমেজ এখনই উপভোগ করতে পারবে না বঙ্গবাসী। তবে ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা। কিন্তু তাপমাত্রার পারদ না নামলেও এবার বৃষ্টির ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব থেকে পশ্চিমবঙ্গে ক্রমাগত হাওয়া ঢুকছে। এর ফলে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পূর্ণ বায়ু ও স্থলভাগের শুষ্ক উত্তুরে হাওয়ার সংঘর্ষেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলের জেলাগুলিতে। যার ফলে আজ এবং আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তার পর থেকে দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু কিছু জায়গা হালকা বৃষ্টিতে ভিজতে চলেছে। তবে মাঝে শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরে। উত্তরেও এখনই জাঁকিয়ে পড়বে না শীত। কারণ উত্তরবঙ্গে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও কুয়াশা তৈরি হতে পারে সকালের দিকে।