Indiahood-nabobarsho

এবার ঘুরে দাঁড়াতে চলেছে শীত, দক্ষিণবঙ্গে পড়বে কনকনে ঠান্ডা, আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৪ এর শেষের দিক থেকে অর্থাৎ ক্রিস্টমাস ইভ থেকে শুরু করে বর্ষবরণ পর্যন্ত কনকনে শীতের একদম দেখা পাওয়া যায়নি। শুধু তাই নয় চলতি বছরের মকর সংক্রান্তিতেও শীতের কূল কিনারা পাওয়া যায়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন চলতি বারের মকর সংক্রান্তি গত ১২ বছরের তুলনায় সবচেয়ে ঊষ্ণ। সব মিলিয়ে কোন দিনই জাঁকিয়ে শীত এবছর অনুভব করল না বঙ্গবাসী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বছর শুরুর প্রথম কয়েকদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গে (South Bengal) একেবারে ঝোড়ো ব্যাটিং করেছিল শীত। কিন্তু মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হঠাৎ করেই সেই কনকনে শীত উধাও হয়ে গিয়েছে। শীতের এই লুকোচুরিতে একপ্রকার বিরক্ত রাজ্যবাসী। তবে চিন্তা নেই ফের একবার বঙ্গে ঘুরে দাঁড়াতে চলেছে ঠান্ডা।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই ফের একবার আবহাওয়ার বড় বদল দেখা দিতে চলেছে। সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপট দেখা যাবে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে। কিছুটা প্রবল ঠান্ডা অনুভূত হবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এই আবহাওয়া, আগামী কয়েকদিন রাজ্যে বিরাজ করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ গোপনে বিয়ে করছেন রিঙ্কু সিং? KKR তারকার হবু স্ত্রীর পরিচয় জানলে আকাশ থেকে পড়বেন

অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ UCO Bank-এ শয়ে শয়ে শুন্যপদে নিয়োগ! মিলবে DA, DR! স্নাতক হলেই করুন আবেদন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল উত্তরবঙ্গে প্রবল ঠান্ডা অনুভূত হবে। কালিম্পং এর পাশাপাশি বিশেষ করে দার্জিলিং এর একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। জানা গিয়েছে আগামী কয়েকদিন উত্তরের একাধিক জেলায় পারদ নামতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group