প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহে ঘূর্ণিঝড় ফেনজলের দাপটে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের আনাগোনা বেশি বেড়ে গিয়েছিল। যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পাশপাশি হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল রাতভর। তবে সেই দুর্যোগ কেটেছে। এবার অপেক্ষা কনকনে শীতের। কিন্তু এবারেও ফের শীতের পথে বাঁধা হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার, ৭ ডিসেম্বর। ফলে বাঁধা পাবে শীত। তাই আগামী সপ্তাহের শুরুর দু-তিন দিন ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজ্যে। যদিও এই সপ্তাহের শেষে রাজ্যে শীতের দাপট বাড়বে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটেই রাতের পারদ নামতে পারে বলে আশা প্রকাশ করছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিনে তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও বৃষ্টির দুর্যোগ নেই। কিন্তু তাই বলে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না। তবে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। এবং সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে। তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী শনিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলাতে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
পাহাড়ে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হচ্ছে জেলায় জেলায়। তবে এই শীতের আবহেই বৃষ্টি দুর্যোগ দেখা যাচ্ছে। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার পাহাড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। এই তিন জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।