প্রীতি পোদ্দার, কলকাতা: আজ চৈত্র মাসের শেষ দিন। রাত পোহালেই শুরু বৈশাখ। অর্থাৎ ক্যালেন্ডার মেনে নতুন বাংলা বছরের আগমন হতে চলেছে। আর তার সঙ্গেই অফিসিয়ালি গ্রীষ্মের আগমন হতে চলেছে। যদিও গরম ফাল্গুন মাস থেকেই শুরু হয়ে গিয়েছিল পড়া। এমনকি শেষ চৈত্রে উষ্ণতার মাত্রা ছাড়া বৃদ্ধি (Weather Update) বুঝিয়ে দিয়েছে, আগামী দিনে আরও প্রখর হতে চলেছে গ্রীষ্ম। যদিও পয়লা বৈশাখ থেকেই মনোরম আবহাওয়া থাকবে কিনা তা নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে রাজ্যবাসী। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব কম।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী বাংলাদেশ ও বিহারের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বলা হচ্ছে এর ফলে বাংলা জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাইতো সপ্তাহের প্রায় প্রতি দিনই কলকাতা এবং রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বনিম্ন ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং বুধবারের জন্য। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। একনজরে দেখে নেওয়া যাক আজ বিকেলে কোথায় কোথায় হবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালে পরিষ্কার আকাশ থাকবে। বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। তবে শুধু কলকাতা নয়, আজ চৈত্র সংক্রান্তিতে চৈত্রের শেষ দিনে বিকেলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বর্ষণের পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আজ বিকেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনাও বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদহ, বিভিন্ন জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।