সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষা নিয়ে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকা এখন শুধু সময়ের অপেক্ষা। এদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এবার থেকে এক নাগাড়ে বৃষ্টি বাড়বে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে বৃষ্টি নামতে শুরু করেছে। তবে আজ শুক্রবার থেকে ক্রমশ বাংলায় বৃষ্টির মাত্রা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে দুটি সিস্টেম তৈরি হচ্ছে। এর ফলে যেসব এলাকায় ইতিমধ্যেই বর্ষা এসে পৌঁছেছে, সেখানে বৃষ্টিপাত হবে। এছাড়া বৃষ্টি বাড়বে বাংলাতেও। জেনে নিন আজকের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি বাড়বে বলে খবর। এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। জানা গিয়েছে, এদিন আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলায়। এছাড়া বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি।
আগামীকালের আবহাওয়া
শনিবার থেকে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি বাড়বে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, নদীয়া, হাওড়া, হুগলী এবং ঝাড়গ্রাম জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।