ফের তাপপ্রবাহের সতর্কতা ৮ জেলায়, কোথায় নামবে বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টি (Weather Update) প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। কিন্তু সেই বৃষ্টি মোটেও গরমের প্রভাব কাটিয়ে দিতে পারিনি। উল্টে বাড়িয়েছে চরম অস্বস্তি। বিহারের সক্রিয় ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপর অবস্থান করায় বাতাসে জমেছে প্রচুর জলীয় বাষ্প। যার কারণে এই আবহাওয়া এতটাই অসহনীয় হয়ে উঠেছে।

এদিকে নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। এইমুহুর্তে আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১০ জুন। কিন্তু দুর্ভাগ্যবশত আগামী ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার কোনো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। বরং বৃষ্টির সম্ভাবনা একেবারে অনেকটাই কম থাকবে এই সপ্তাহে। তাপমাত্রা এবং অস্বস্তি বাড়বে অনেকটাই। যার ফলে বেশ চিন্তায় রাজ্যবাসী। আমাদের আজকের এই প্রতিবেদনে একনজরে দেখে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। যার ফলে শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এমনকি শনিবার থেকে শুষ্ক ও গরমের পরিমাণ বাড়তে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে গরম ও অস্বস্তি বেশি প্রকট হবে। সপ্তাহান্তে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ এই উইকেন্ড খুব একটা সুখকর হবে না দক্ষিণবঙ্গবাসীর।

আরও পড়ুন: এবার বাংলায় হবে বড় শিল্প বিপ্লব! মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক মমতার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে। এমনকি উপরের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনে নেই বললেই চলে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥