সহেলি মিত্র, কলকাতাঃ দেশে কবে বর্ষা ঢুকছে? সেই নিয়ে আরও এক দফায় এসে গেল সুখবর। এবার আইএমডি যা জানাল সেটা শোনার পর আপনারও মন খুশিতে ভরে উঠবে। এমনিতে এখন দেশজুড়ে ব্যাপক পরিমাণে গরম বাড়ছে। বাদ যায়নি বাংলাও। ইতিমধ্যে বহু জায়গার পারদ ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। তবে এরই মাঝে দেশে সময়ের অনেক আগে বর্ষা ঢুকছে বলে জানাল আইএমডি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আইএমডি এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। গত বছর, বর্ষা ৩০ মে দক্ষিণাঞ্চলীয় রাজ্যে পৌঁছেছিল। ৮ জুলাইয়ের মধ্যে মৌসুমি বায়ু সমগ্র দেশে ঢুকে পড়ে। তবে এবার বহু আগে ঢুকছে বর্ষা।
সময়ের আগে বর্ষা ঢুকবে দেশে
IMD-র বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ২৭ মে কেরালায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কেরালায় এমনিতে ১ জুন বর্ষা ঢোকে। কিন্তু এবছর ৪ দিন আগে ঢোকার সম্ভাবনা রয়েছে। আইএমডি অনুসারে, যদি প্রত্যাশা অনুযায়ী কেরালায় মৌসুমি বায়ু পৌঁছায়, তাহলে ২০০৯ সালের পর এটিই হবে ভারতের মূল ভূখণ্ডে মৌসুমি বায়ুর প্রথম আগমন। তখন ২৩শে মে মৌসুমি বায়ুর প্রবেশ হয়েছিল দেশে।
আইএমডির একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্ষার আগমনের তারিখ এবং সারা দেশে এই মরশুমে প্রাপ্ত মোট বৃষ্টিপাতের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই। কেরালায় বর্ষার আগমন আগে বা দেরিতে হলেও এর অর্থ এই নয় যে এটি দেশের অন্যান্য অংশেও একইভাবে পৌঁছাবে। এটি অত্যন্ত পরিবর্তনশীল এবং বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় অবস্থার উপর নির্ভরশীল। যাইহোক, সময়ের আগে যদি বর্ষা ঢোকে তাহলে উপকৃত হবেন বাংলা সহ দেশের সবকটি রাজ্যই। মিলবে গরম থেকে স্বস্তি।
তৈরি ঘূর্ণাবর্ত
এদিকে বৈশাখ মাসের শেষ প্রান্তে এসে গরমে হাঁসফাঁস করছে বাংলা। সকাল হোক বা বিকেল, বাড়ি থেকে বেরোতে গেলেই যেন গায়ে ছ্যাঁকা লাগছে। আগামী বুধবার অবধি বাংলায় এরকম অস্বস্তিকর গরম থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। তারপর থেকে ক্রমশ উন্নত হবে বাংলার আবহাওয়া। যাইহোক, গরমের মধ্যেই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে কি বাংলায় অবশেষে বৃষ্টি নামবে?
আরও পড়ুনঃ যুদ্ধে যোগ দিতে যাওয়া জওয়ানকে ফাইন, টিটিই-র বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল রেল
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ বিকেলে বাংলার আবহাওয়া (Weather Update) কেমন থাকবে সে সম্পর্কে তথ্য দিয়ে হাওয়া অফিস। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো বাতাস বইবে বেশ কিছু জেলায়। সেই জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এছাড়া বিকেলের দিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |