প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বাজতে চলেছে বর্ষা বিদায়ের ঘণ্টা! মোটামুটি ভাবে আজ সোমবার থেকেই রাজ্য থেকে বর্ষা (Weather Update) বিদায়ের-পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে সম্পূর্ণ বর্ষা বিদায় নিতে এখনও এক সপ্তাহ বাকি। নতুন করে দুই বঙ্গেই বৃষ্টির জোরালো সম্ভাবনা বেশ ক্ষীণ। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া আজ থেকেই শুষ্ক হতে শুরু করেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে নতুন কোনও ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি এখনো আনুষ্ঠানিকভাবে রাজ্য ছাড়েনি। পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে এ সপ্তাহেও। জানা গিয়েছে উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও আগামী দু থেকে তিনদিন স্থানীয় মেঘের প্রভাবে বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে থাকবে আবহাওয়া। তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দিনের বেলায় মোটের উপর রোদেলা আবহাওয়া বজায় থাকবে। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে হালকা শীতল হাওয়া অনুভব করা যাবে।
আরও পড়ুন: ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মাত্র ৪ মাসেই জামিন কসবা গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্তর!
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়তেই পার্বত্য এলাকায় কখনও কখনও বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস, তবে তা অল্প সময়ের জন্য সীমিত থাকবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কালিম্পং, আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই চার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে।