প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকে দিন আগেই আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা ( Weather Update)। তার জেরেই অনেকেরই পূর্বাভাস ছিল যে কেরলে হয়তো আগেই ঢুকবে বর্ষা। আর সেই পূর্বাভাসই সত্যি হল। গতকাল নির্ধারিত সময়ের আটদিন আগেই বর্ষা প্রবেশ করেছে কেরালায়। সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। আবহাওয়াও সম্পূর্ণ বদলে গিয়েছে। যার দরুন সকলের মনে প্রশ্ন জাগছে বঙ্গে কবে বৃষ্টি আসছে? কী বলছে আবহাওয়া দপ্তর?
বর্ষা কেরলে ঢুকেই দাপুটে মেজাজে ব্যাটিং শুরু করে দিয়েছে। আজ কেরল ও মহারাষ্ট্রের বহু জেলায় জারি রয়েছে রেড অ্যালার্ট। তার উপর পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দু’দিনের মধ্যে শক্তি আরও বাড়াবে এই নিম্নচাপ। তার জেরেই বুধবার থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি শুরু হবে বলেই পূর্বাভাস। তবে বঙ্গে বর্ষা প্রসঙ্গে এখনো কিছু জানানো হয়নি, হাওয়া অফিসের তরফ থেকে। একনজরে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজ বিকেলের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ, রবিবার ছুটির দিনেও সকাল থেকে আংশিক ঘন কালো মেঘে মুখ লুকিয়েছে আকাশ। বেলায় গরম ও জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে। বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে দক্ষিণের একাধিক জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সঙ্গে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মাঝারি বর্ষণ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় আরও এক নির্বাচন! দিনক্ষণ ঘোষণা করল কমিশন
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে। আজও দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |