বাংলায় অতি সক্রিয় নিম্নচাপ-মৌসুমী বায়ু, ৯ জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published on:

সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যার জেরে ব্যাপক ঝড়-বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ বলয় বিদ্যমান থাকায়, বাংলা-ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র পরিস্থিতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারও এক নাগাড়ে বৃষ্টিপাত চলবে বাংলায় বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে জেলাগুলির আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের জারি করা বলেছিল অনুযায়ী এদিন পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।   উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কয়েকটি জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন মোটের উপর উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত হবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা এবং উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকার এবং কয়েক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আইএমডি জানিয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অঞ্চলটি বহাল রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে আরও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group