মধ্য বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ, শনিতে ঝড় বৃষ্টিতে কাঁপবে ৬ জেলা! আজকের আবহাওয়া

Published on:

west bengal weather nimnochap bay of bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। আর এই দুইয়ের ঠেলায় কালীপুজোর আগে থেকেই ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস বাংলাজুড়ে। শরৎকাল না বর্ষাকাল না শীতকাল আসছে, কিছুই ধরতে পারছেন না অনেকেই। হাওয়া অফিস জানাচ্ছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, আলিপুর হাওয়া অফিসের তরফে যে বুলেটিন জারি করা হয়েছেন সেটা অনুযায়ী আগামী ২২ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জন্য কালীপুজোর আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এহেন অবস্থায় আপনিও কি আজ শনিবার বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে এক নজরে দেখে নিন আবহাওয়ার হাল হকিকত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২০ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এরপর ২২ অক্টোবরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উত্তর-পশ্চিম দিকে সরে যাবে এবং ২৪ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৩ ও ২৪শে অক্টোবর বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুসারে, এদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group