দুয়ারে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরমের মাঝেই ফের একবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপের জেরে আজ বৃহস্পতিবার থেকে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ জুন অবধি অতি ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি। আজ সারাদিন বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে চলুন জেনে নেবেন ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া বাদবাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

আপনিও কি আজ উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে জেনে নিন কেমন থাকবে সেখানকার আবহাওয়া। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাদবাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নিন কেমন থাকবে শুক্রবারের আবহাওয়া সে সম্পর্কে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধয়ান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন থেকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টির মাত্রা বাড়বে। যেমন শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

 

 

 

 

 

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥