উত্তাল হবে সমুদ্র, বইবে দমকা হাওয়া, দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতা: ভোরের দিকে কুয়াশা তো আবার বেলা বাড়তেই গরম। কার্যত এরকমই আবহাওয়া সাক্ষী হয়ে রয়েছেন বাংলার মানুষজন। শীতে আসবে আসবে করেও যেন নানা বাধা পাচ্ছে। এর অবশ্যই প্রধান কারণ হলো নাছোড়বান্দা নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাফ সাফ জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বাংলায় শীতল হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। যদিও এরকম পরিস্থিতি বেশিদিন থাকবে না বলে ইঙ্গিত দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। তবে আজ শুক্রবার সমগ্র বাংলা আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে কি ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানাচ্ছে, এমনিতে সাগরে একটি নিম্নচাপ তৈরী হয়েছেন। তবে আগামী সপ্তাহের মধ্যে ফের একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা থাকলেও, আপাতত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়ার রাজ্যে। কেবল দু-একটি জেলার কোনও কোনও অংশে সামান্য বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। ক্রমশ এটি দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম দিকে এগোবে। এছাড়াও আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে।

আজ আবার দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। যেহেতু সমুদ্র উত্তাল থাকবে, ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে। ফলে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর। আলিপুর জানাচ্ছে, এদিন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আগামীকালের আবহাওয়া

এবার চলুন এক নজরে জেনে নেওয়া যাক শনিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।  তবে উত্তরবঙ্গেরা কিছু জেলার পারদ হু হু করে কমবে বলে খবর। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥