মঙ্গলে আরও কমবে পারদ, শীত নিয়ে বিরাট আপডেট! আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: শিরশিরানি ঠান্ডার আমেজে এই মুহুর্তে গা ভাসাচ্ছে গোটা রাজ্য। সকাল থেকেই শীত শীত ভাব অনুভূত হচ্ছে। আর বেলা বাড়তেই উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে। সব মিলিয়ে একটা সুন্দর আবহাওয়া বিরাজ করছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। জানা গিয়েছে লা-নিনার প্রভাবে এবার শীত ভালো কাবু করবে গোটা দেশে।

অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এর কোনও সিস্টেম নেই। তবে দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মালদ্বীপের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত ও একটি অক্ষরেখা রয়েছে। উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। চলতি মাসের শেষের দিকে কিম্বা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে জাঁকিয়ে শীত পড়তে পারে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকলের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কুয়াশা থাকবে। পাশাপাশি তাপমাত্রার পারদ অনেকটাই কমবে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় পারদ অনেকটাই কমে গিয়েছে। তবে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে উত্তরবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া। পাশাপাশি কুয়াশার দাপটও বেশ থাকবে পাহাড়ি এলাকায়। ইতিমধ্যেই পাহাড়নগরী দার্জিলিঙের তাপমাত্রা গতকালই ৯ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। মনোরম পরিবেশ তৈরি হয়েছে উত্তরের জেলায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥