আর মাত্র কিছু ঘন্টা, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণে! জারি হল সতর্কতা

Published on:

West Bengal Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainy Weather Update) হলেও গরমের দাপট এক চুলও কমছে না। ক্রমাগত বাতাসের জলীয় বাষ্প মিশতে থাকায় এক অস্বস্তিকর আর্দ্রতা জনিত আবহাওয়া তৈরি হয়েছে রাজ্য জুড়ে। তার উপর বর্ষার আগমন নিয়ে কোনো সুখবর নেই। তবে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বেশ কিছুটা পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ বিকেলে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

কেরল এবং উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও অধরা বর্ষার বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ভ্যাপসা গরম এখন কাটবে না এখন। উল্টে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ দুর্বল। তবে আশা করা যাচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ উদ্বোধন করতে কাশ্মীর সফরে মোদি

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা (West Bengal Weather Update) প্রবেশ করলেও সেখানে গরমের হাত থেকে এখনই নিস্তার নেই। যদিও আগামী কয়েক দিনে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কম থাকবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥