প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণাবর্তের চোখ রাঙানি কিছুতেই যেন সরছে না রাজ্যের উপর থেকে। এই মুহুর্তে লাগাতার বৃষ্টির জেরে এবং ভয়াবহ বন্যার পর আপাতত বৃষ্টি (Weather Update) থেকে স্বস্তি পাচ্ছে উত্তরবঙ্গ। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গে ফের বিপদের আশঙ্কা বাড়ল। ক্রমেই নাকি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ কলকাতায় ছড়িয়ে পড়তে চলেছে মেঘের দাপট।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের ঘূর্ণাবর্ত এই মুহুর্তে শক্তি হারাচ্ছে। কিন্তু এরই মাঝে নতুন আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। শুক্রবার তা দানা বাঁধার সম্ভাবনা। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। তবে রাজ্যেজুড়েই জলীয় বাষ্পের পরিমাণ কমবে সপ্তাহান্তে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এমনকি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই মনে করছে হাওয়া অফিস।
আরও পড়ুন: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযান সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের, রাস্তায় আটকাল পুলিশ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিক বেশি থাকলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আবহাওয়ার সার্বিক উন্নতি হতে পারে। উইকেন্ডে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে।