সপ্তাহ শেষে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট, জাঁকিয়ে শীত কী পড়বে? আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: মাঘ মাস পরে গেলেও কাঁপুনি শীতের দেখা নেই রাজ্যে। এদিকে জানুয়ারি মাসও প্রায় শেষের মুখে। চলতি মরশুমে শুরু থেকেই শীত লুকোচুরি খেলে চলেছে। কখনও ব্যাপক শীত অনুভূত হচ্ছে। তো কখনও আবার হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আর এমন পরিস্থিতির মূলে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ। যার ফলে এখন যা পরিস্থিতি, তাতে এখনই অর্থাৎ মাঘের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার আশা খুব কম।

WhatsApp Community Join Now

তবে সপ্তাহ শেষে উত্তুরে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাজ্যের তাপমাত্রা বেশি অনেকটাই নিম্নমুখী হবে। ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কমবে। তাই সেই কারণে আবহবিদরা জানিয়েছে যে চলতি সপ্তাহের শেষের দিকে পশ্চিমবঙ্গের পারদ কিছুটা নামতে পারে বলে মনে করছেন। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে মাঘের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। হালকা শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না।

আরও পড়ুনঃ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে 5G সংযোগ দিয়ে ইতিহাস গড়ল Jio! নখ কামড়াচ্ছে BSNL, Airtel

তবে সপ্তাহান্তে কিছুটা পারদপতন হতে পারে। সেক্ষেত্রে জাঁকিয়ে শীত কবে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, উত্তরবঙ্গের সব জেলায় দক্ষিণবঙ্গের মত শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে হাওয়া। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

সঙ্গে থাকুন ➥
X