প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজো অতিক্রান্ত। এবার আসছে ভাইফোঁটা। বাঙালির পালা পার্বণ যেন শেষই হয় না। এদিকে উৎসব আনন্দের মাঝেও শীতের অপেক্ষায় ঠাঁয় বসে আছে বঙ্গবাসী। মনে একটাই প্রশ্ন কবে পড়বে শীত? এদিকে আগামীকাল ভাইফোঁটা। এদিন আবহাওয়ার মতিগতি কেমন থাকবে, তা নিয়েই আপাতত আগ্রহ বঙ্গবাসীর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জন্য যাচ্ছে এইমুহুর্তে ঘূর্নাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অসম এবং পশ্চিম অসমের উপর। অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে গাল্ফ অফ মানারে। যার প্রভাবে আগামী তিন চার দিনে দু’থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে চলেছে এবং শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। তবে শুধু তাপমাত্রার হেরফের হবে তা কিন্তু নয়। বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে বা ভোরের দিকে কুয়াশা দেখা যাবে দু এক জায়গায়।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গ সহ কলকাতাতে। সেখানে উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে একদমই বৃষ্টি হবে না। মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা দিলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল দক্ষিণবঙ্গের মত আবহাওয়া উত্তরবঙ্গে থাকলেও মাঝে মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি পাঁচটি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে আপাতত বৃষ্টি হবে না।