শনি থেকেই মুড বদল, দক্ষিণবঙ্গে ফের খেল দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা! আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল থেকেই রাজ্যজুড়ে কনকনে ঠান্ডায় জুবুথুবু বঙ্গবাসী। টানা উত্তুরে হাওয়ায় তাপমাত্রার পারদ যেন হুড়মুড়িয়ে কমছে। এইমুহুর্তে স্বাভাবিকের থেকে অনেকটাই নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় তাপমাত্রার পারদ কোথাও ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে, আবার কোথাও ৮ ডিগ্রির নীচে নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলায় ঠান্ডা তো আরও কনকনে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে হাওয়া অফিসের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে শীত বিলাসী বঙ্গবাসীর কাছে খুব একটা সুখকর নয়। কারণ আগামীকাল থেকেই নাকি আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে।

WhatsApp Community Join Now

আলিপুর হাওয়া অফিসের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, নতুন বছরের প্রথম উইকেন্ডে কনকনে শীতের আদল বজায় থাকলেও ফের ডিসেম্বরের মত জানুয়ারিতেও শীতের পথে ভিলেন হয়ে দাঁড়াতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। অবাধ উত্তুরে হওয়ার প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে এই ঝঞ্ঝা। তাই আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল থেকে বাড়বে বঙ্গোপসাগরের পূবালী হাওয়ারও দাপট। একনজরে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানা গিয়েছে আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। পাশাপাশি সকালে এবং সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সোমবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। কিন্তু আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের চারটি জেলায় বৃষ্টি হবে। জানা গিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেখানে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।

সঙ্গে থাকুন ➥
X