প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে জানুয়ারির প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে। দ্বিতীয় সপ্তাহ পরে গেলেও শীতের পারদ বেশ নিম্নমুখী। এমনকি ডিসেম্বরের চেয়ে পারদ অনেকটাই নিচে নেমেছে। কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই পারদ পতনের চিত্রটা ঠিক এমনই। তবে আগামী সপ্তাহে, আবারও তাপমাত্রা বাড়বে বলেই জানা যাচ্ছে। আজ ও আগামিকাল অর্থাৎ শুক্র ও শনিবার ঠান্ডা পরিস্থিতি চলবে ৷ তবে রবিবার থেকে ফের ঠান্ডা কমবে ৷ আর তার অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ নতুন করে রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা ৷ সঙ্গে থাকবে ঘূর্ণাবর্ত দাপট। যদি এই দাপট বাংলায় প্রভাব ফেলবে না। উত্তরপ্রদেশ ও অসম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত ৷ এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরল উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। তবে শৈত্যপ্রবাহ পরিস্থিতি রয়েছে উত্তর ভারতে। কিন্তু পৌষ সংক্রান্তির আগে ফের পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হওয়া। বাড়বে তাপমাত্রা। এমনকি উত্তরবঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া আবহাওয়া শুষ্ক এবং শীতল থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। আগামী রবিবার থেকে তাপমাত্রা বাড়বে। তবে পশ্চিমী ঝঞ্ঝা কাটল ফের নামবে পারদ।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে ব্যাপক কুয়াশার সম্ভাবনা। মাঝারি কুয়াশার সতর্কবার্তাও রয়েছে উত্তরের নীচের এলাকাগুলিতে। আপাতত চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে ৷ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |