প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। কিন্তু এদিকে আবার শুষ্ক আবহাওয়া থাকলেও পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাঁধার সৃষ্টি হয়েছে। যদিও শীত ভালোভাবে উপভোগ করার আগেই কুয়াশার দেখা পেয়েছে বঙ্গবাসী। বাতাসে জলীয়বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হলেও চলতি সপ্তাহের শেষ পর্যন্ত শীত প্রবেশের কোনও লক্ষণ নেই। তবে আশা করা যাচ্ছে ১৫ নভেম্বর থেকে বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে।
আর এই আবহেই আবার নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটা কিছুদিন পরে নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে সেটার অভিমুখ কোন দিকে হবে অথবা আরও শক্তি সঞ্চয় করবে কি না সেদিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর।
আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজকের মতই আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনো অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সব জায়গার আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই।
আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়ার মত একই আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গে। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া একেবারেই শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া থাকবে রোদ ঝলমলে এবং পরিষ্কার। কোথাও কোনও বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি আলিপুর হাওয়া অফিস এর তরফ থেকে।