পিছু ছাড়ছে না পশ্চিমী ঝঞ্ঝা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া, লেটেস্ট আপডেট

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের শুরু থেকেই এবার বারবার ধাক্কা খাচ্ছে শীত। কখনও নিম্নচাপ তো আবার কখনও পশ্চিমী ঝঞ্ঝা কোনওভাবেই যেন পিছু ছাড়ছে না ঝামেলা। মাঝে মাঝে শীত অনুভব হলেও, পরক্ষণেই আবার নিভিয়ে যাচ্ছে। এদিকে দেখতে দেখতে ডিসেম্বর প্রায় শেষ। কিন্তু বঙ্গে একদমই নেই শীতের দেখা। বরং কলকাতা -সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিন বঙ্গে জাঁকিয়ে শীতের নেই কোন পূর্বাভাস। সুতরাং বলা যায় বর্ষ শেষেও জাঁকিয়ে শীত পড়বেনা। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

WhatsApp Community Join Now

আগামীকাল দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রার পরিবর্তন না হলেও রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। যার ফলে আশঙ্কা করা হচ্ছে আগামী ৩১ ডিসেম্বরের রাতেও বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ভরা পৌষে উত্তরবঙ্গে খানিক শীত অনুভূত হলেও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে আগামীকালও। রাতের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী দিন পাঁচেকে নতুন করে তাপমাত্রার বিরাট হেরফের হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামবে। তাই সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সঙ্গে থাকুন ➥
X