শ্বেতা মিত্র, কলকাতাঃ বৃষ্টি কাটিয়ে বাংলায় এবার ঠান্ডার আমেজ দেখা দিতে শুরু করেছে। ইতিমধ্যে ভোরের দিকে বেশ ঠান্ডা হাওয়া ও শিরশিরানী অনুভব করা যাচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, শনিবার থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। আপাতত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই আমেজ বজায় থাকবে বলে খবর। সেইসঙ্গে আগামী দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোরের দিকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে। যদিও আজ বেশ কিছু জেলায় বৃষ্টি নামবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার ছুটির দিন উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, কোথায় বৃষ্টি নামবে জানেন? নাকি ঠাণ্ডার আমেজ আরও জাঁকিয়ে পড়বে? জানতে হলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর দফতরের তরফের জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হবে না। যদিও নতুন করে আগামী কয়েকদিনের মধ্যে বাংলার আবহাওয়া ৯০ ডিগ্রি ঘুরে যাবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৫ ও ৬ নভেম্বর দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতাতেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাপমাত্রা কমবে সেইসঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার কেমন থাকবে আবহাওয়া। সপ্তাহের শুরুতেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টি হবে উত্তরবঙ্গেরও একাধিক জেলায়। সেই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।