পশ্চিমী ঝঞ্ঝা, জোড়া ঘূর্ণাবর্তের দাপটে ফের পাল্টি খেল আবহাওয়া! ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি

Published on:

Weather today

শ্বেতা মিত্র, কলকাতা: তীব্র গরমের মাঝেই আচমকা বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আর শীতের ছিঁটেফোঁটাও নেই বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম ভোরের দিকে হালকা কুয়াশা ও নামকাওয়াস্তে ঠান্ডা অনুভূতি থাকছে। সকাল ৮-৯টা বাজতেই গরম নিজের খেলা দেখাতে শুরু করে দিচ্ছে। আজ সোমবারও সেটার ব্যতিক্রম হবে না। আজ থেকে আগামী সপ্তাহের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করা হয়েছে। আবার বৃষ্টিরও আভাস দেওয়া হয়েছে। যাইহোক, আর দেরি না করে জেনে নিন আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। ফলে নাজেহাল অবস্থা হবে সকলের। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৮ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রাও ২৪-২৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডু উপকূল এলাকায়। এহেন অবস্থায় দোলযাত্রার আগেই বাংলার আবহাওয়া আরও গরম হয়ে উঠবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম থাকবে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নিন আগামীকাল মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া সে সম্পর্কে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥