শ্বেতা মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে তীব্র তাপদাহে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের প্রাণ রীতিমতো ওষ্ঠাগত গরমে। এখনো এপ্রিল মাস আসেনি। তখন যে কী হবে সেটা ভেবেই সাধারণ কার্যত শিহরিত। যদিও আজ শুক্রবার আবার বাংলার দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। ঝেঁপে বৃষ্টি নামবে। এছাড়া আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিনে লু বইবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। যাইহোক, তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ক্রমশ বাড়ছে। মার্চের শেষে রীতিমতো শ্বাসরুদ্ধকর অবস্থা। এই গরম যে ধীরে ধীরে বাড়বে তা বলাই বাহুল্য। আজও দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টির কারণে মাঝখানে কয়েকদিন স্বস্তি ছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি মাসে তাপপ্রবাহ রেকর্ড ভাঙবে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিনে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি বাড়বে। এই গরম ধীরে ধীরে আরও বাড়বে। এমনটাই জানিয়েছে কলকাতার আবহাওয়া দফতর।তবে এই গরমে বৃষ্টি হতে পারে। কোথায়? জেনে নিন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে এই পরিমাণ বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। জারি করা হয়েছেন হলুদ সতর্কতাও।
আগামীকালের আবহাওয়া
শনিবারেও কিছু জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গ থাকবে শুকনো খটখটে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |