ঘূর্ণিঝড় কাটতেই বাংলায় খেলা শুরু শীতের, ৮ জেলায় জারি সতর্কতা, আজকের আবহাওয়া

Published on:

Weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ আর চিন্তা নেই, ফের একবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। ঘূর্ণিঝড় ফেঙ্গলের ছায়া কাটিয়ে অবশেষে বাংলায় শীতের আগমন ঘটতে চলেছে বলে ফের একবার আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে জেলায় জেলায় আরও কুয়াশার মাত্রা বাড়তে চলেছে বলে খবর। এদিকে দক্ষিণ ভারতের গভীর নিম্নচাপ অবস্থান এর কারণে তামিলনাড়ু সহ বেশ কিছু অঞ্চলে এখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও এর প্রভাবে বাংলায় শীত ঢুকতে বাধা পাবে সেটা মানতে নারাজ হাওয়া অফিস। আজ মঙ্গলবার সকাল থেকেই বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। বেলা যত গড়াবে ততই ঠান্ডা বাড়বে বলে খবর। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। সেইসঙ্গে বাড়বে ঠান্ডাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির সেলসিয়াসের  নিচেই রয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।

এক আবহাওয়াবিদ বলেন, “সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন। দু’দিন পর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহে কুয়াশার দাপট থাকবে। সেইসঙ্গে স্বাভাবিকের থেকে ঠান্ডা বেশি থাকবে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক বুধবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে যে আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি রাজ্যের কোনও অংশে বৃষ্টির পূর্বাভাস নেই। ৬ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।

সঙ্গে থাকুন ➥
X