দক্ষিণবঙ্গে দুর্যোগ! নিম্নচাপের জেরে ফের অকালে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Published:

weather tomorrow
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Weather Update) দুর্যোগ দেখা গিয়েছিল। বেশ অসুবিধায় মধ্যেও পড়তে হয়েছিল সাধারণকে। যদিও সেই দুর্যোগ কেটে গিয়েছে। কিন্তু এর মাঝেই হাজির হল আরও এক নিম্নচাপ। যার প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র এমনকি হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। আর সেই কারণে প্রশ্ন উঠছে তবে কি শীতের দাপট নভেম্বর থেকে অনুভূত হবে না?

হাওয়া অফিসের পূর্বাভাস, পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। যার প্রভাবে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। তবে নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সে ভাবে পড়বে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে হালকা মনোরম আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে শুক্রবার ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। উপকূলবর্তী বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: দিঘার ‘ধাম’ নিয়ে হাইকোর্ট থেকে জনস্বার্থ মামলা প্রত্যাহার বিশ্ব হিন্দু পরিষদের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ বুধবার, পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া থাকবে। মাঝেমধ্যে আকাশে আংশিক মেঘলা দেখা গেল বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। তবে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে ও রাতে কুয়াশার সম্ভাবনা। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join