প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই হাঁসফাঁস অবস্থা সকলের। রোদের চড়া তাপ (Weather Update) রীতিমত জ্বালিয়ে দিচ্ছে সারা শরীর। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অসহনীয় অবস্থা। রাতের দিকে যদিও কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হচ্ছে। যার ফলে আবহাওয়া খানিকটা ঠান্ডা থাকে কিন্তু তাতে কি? অস্বস্তি আর পুরোপুরি কোথায় কাটছে! এর মাঝেই বর্ষা নিয়ে আশার বাণী শোনাল মৌসম ভবন।
এদিকে নির্ধারিত সময়ের অনেক আগেই সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষার মরশুম তৈরি হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে। আগামী তিন-চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। সাধারণত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন হয় ২২ মে। তবে কেরলে বর্ষার প্রবেশের সঙ্গে বাংলায় বর্ষা শুরুর বিস্তর ফারাক রয়েছে। এখনও পর্যন্ত বাংলায় বর্ষার আগমন নিয়ে কোন আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকাল অর্থাৎ রবিবার, সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হবে। রোদের তেজ কম থাকবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দুপুর থেকেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামীকাল কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: চিকেন নেক পরিদর্শনে ঢাকায় চিনা আধিকারিকরা, দিল্লির নজরে বাংলাদেশের বিমানঘাঁটি!
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবারের মধ্যে ভারী বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এমনকি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |