গরম থেকে মুক্তি, দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা! আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও শেষ হয়নি চৈত্র মাস। দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। তার উপর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমের অস্বস্তি আরও বাড়ছে (Weather Update)। মার্চ থেকেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকী আগামী কয়েকটি মাস প্রচণ্ড গরম থাকবে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবনও। তবে এই আবহে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এইভাবে ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হিসেবে জানা গিয়েছে এর পিছনে রয়েছে বেশ কয়েকটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। যার মধ্যে মধ্য মহারাষ্ট্র, আসাম ও বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এবং আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে। গুজরাট, আসাম, মেঘালয় ও ত্রিপুরায় গরম ও আর্দ্র আবহাওয়া অস্বস্তি আরও বাড়াতে পারে। তবে কেরল, মাহে ও কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। এর মধ্যে তাপমাত্রার বড় রকমের কোনও হেরফের হবে না।তবে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাত সহ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে ৫ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী রবিবার ও সোমবার উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হবে না। আবহাওয়া শুষ্কই থাকবে। তবে আগামী শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, সোমবার মালদাতেও বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার জন্য কোনো সতর্কবার্তা জারি করেন হাওয়া অফিস।

আরও পড়ুনঃ TRAI-র নির্দেশের হল কাজ, গ্রাহকদের সুবিধার্থে নয়া পরিষেবা শুরু Airtel, Jio, VI এর

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group