গরমের দাপট থেকে মুক্তি! কিছুক্ষণেই হুড়মুড়িয়ে ঝড়, বৃষ্টি দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয়

Published on:

West Bengal Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে অসহ্যকর গরমে ( West Bengal Weather Update) অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন সকলে। এক অস্বস্তিকর আবহাওয়া যেন ঘিরে রেখেছে চারিদিক। এদিকে নির্ধারিত সময়ের অনেক আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে এরই মাঝে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই রোদের তেজ বেশ বেড়েছে। যার দরুন প্রবল অস্বস্তি বেড়ে গিয়েছে। আজ কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বেলা বাড়তেই দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। যার ফলে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার এক বিরাট পরিবর্তন হতে চলেছে। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হলেও এখনই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: নব রূপে প্রত্যাবর্তন! ফের চালু হচ্ছে শ্রীরামপুর-করুণাময়ী রুটের ৩ নম্বর বাস, কবে থেকে?

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। তাই প্রতিদিনই কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজও, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। নীচের জেলাগুলিতে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাতেও বিশেষ কোনো হেরফের হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥