সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে দুপুর বেলা তো দূরে থাক, সকালবেলাতেও বাড়ি থেকে বেরোনো যেন দুষ্কর হয়ে পড়েছিল সকলের কাছে। গরম যেন নিজের সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। জেলায় জেলায় তাপমাত্রার গন্ডি ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। তবে আচমকাই এসেছে স্বস্তির বৃষ্টি। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর দাপট। সবমিলিয়ে রাতে অন্তত শান্তির ঘুম দিতে পারছেন বাংলার মানুষ। জানা গিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। তার প্রভাবে এ রাজ্যে বৃষ্টি হতে পারে। আজ আবার মে মাসের প্রথম দিন। আজ বৃহস্পতিবার কেমন পরিস্থিতি থাকবে বাংলার (Weather Today)? সবটা জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ মাসের শুরুতেই বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে সঙ্গী হবে কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলায় বৃষ্টিপাত হবে সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। প্রত্যেকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। নতুন মাসের শুরুতেই দার্জিলিং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
এখন নিশ্চয়ই ভাবছেন যে ২ মেয়ে বাংলার আবহাওয়া কেমন থাকবে? আবার দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ জেলায়। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
আলিপুরের বুলেটিন বলছে, এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সেইসঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |