সহেলি মিত্র, কলকাতা : লাগাতার পশ্চিমী ঝঞ্ঝা এবং অন্যান্য কারণে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির জেরে খুব যে পারদ নামছে সেটাও কিন্তু নয়। ভ্যাপসা, প্যাচপ্যাচে গরমে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা ঢোকার কোনো রকম মতিগতি নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তবে ১২ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। আর রবিবার ছুটির দিনেও বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। টানা ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ফলে আপনার যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। জেনে নিন আজকের আবহাওয়া (Weather Today) সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ রবিবার ছুটির দিন যদি আপনার বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। কারণ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। বুলেটিন অনুযায়ী, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিপুল পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে কি আপনিও ইচ্ছুক? জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং কলকাতায় ব্যাপক বৃষ্টিপাত হবে। সঙ্গী হবে ঝড়ও। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী দুদিনে তাপমাত্রায় তেমন কোনো রকম বড় পরিবর্তন হবে না। এরপরে দুদিনে তা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি আবার কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।