ছুটির দিনে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

Published on:

ajker abhawa bristi south bengal ajker abohawa

শ্বেতা মিত্র, কলকাতাঃ কালীপুজোর আগে থেকেই আচমকা বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। এখন বর্ষাকাল না শীতকাল আসছে বোঝাই দায় হয়ে পড়েছে। সকাল থেকে বিকাল অবধি অঝোরে বৃষ্টিপাত হচ্ছে, আবার রাত হলেই ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। অনেকেই আছেন যারা আবার ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে বর্ষা যেন ইউটার্ন মেরে বাংলায় ফিরে এসেছে। বঙ্গোপসাগরে কদিন আগেই তৈরি হওয়া নিম্নচাপ চেন্নাই এর কাছে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করে দ্রুত শক্তি হারিয়েছে। কিন্তু একটি নিম্নচাপ দুর্বল হতে না হতেই আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী একাধিক মডেল নতুন করে নিম্নচাপ সৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই নিম্নচাপের দফায় দফায় ক্ষমতা বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরিবেশ পুরোপুরি তৈরি হয়েছে সমুদ্রে।

WhatsApp Community Join Now

শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যেই মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে আলিপুরদুয়ার আবহাওয়া দফতর। এদিকে নিম্নচাপের আগে বাংলাজুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আজ রবিবারও তার ব্যতিক্রম ঘটবে না। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে ছাতা কিন্তু সঙ্গে রাখতে ভুলবেন না। সেইসঙ্গে এক নজরে জেনে নিন আজকের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

আজ প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে আপাতত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। জানা গিয়েছে রবিবার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

কলকাতার আজকের আবহাওয়া

অন্যান্য জেলার পাশাপাশি কলকাতা শহরেও দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ রবিবারও সেটার ব্যতিক্রম ঘটবে না বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। জানা যাচ্ছে, এদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে বৃষ্টিও হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

সঙ্গে থাকুন ➥