সহেলি মিত্র, কলকাতাঃ তাপপ্রবাহের মাঝেই টানা ঝড়, বৃষ্টি চলছে বাংলাজুড়ে। আর এর জেরে দহনজ্বালা থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন বাংলার মানুষ। বলতে গেলে সকাল বিকেল এখন বাংলায় মনোরম আবহাওয়া। কেন এরকম পরিস্থিতি? এই বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে, একাধিক ঘূর্ণাবর্তের জেরে পূর্ব ভারত, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে। ২ মে পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যাইহোক, এই মনোরম আবহাওয়া কতদিন থাকবে? আজ বুধবারই বা কেমন থাকবে বাংলার আবহাওয়া? (Weather Today)। সবটা জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের মতে, এদিন দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন মাসের প্রথম দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ঝোড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টিপাত হবে।
ভারী বৃষ্টির সতর্কতা একাধিক রাজ্যে
এদিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায়। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।