কিছুক্ষণেই কলকাতা সহ ৭ জেলায় বজ্রঝড়, শিলাবৃষ্টি! কতদিন দুর্যোগ? জানাল আবহাওয়া দফতর

Published on:

south bengal weather

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার থেকে দক্ষিণের এলাধিক জেলায় বৃষ্টিপাত (Weather Update) শুরু হয়েছে। এমনকি গতকালও দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। তবে মেদিনীপুর, শ্রীনিকেতন, কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড়, আসানসোল এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ ছিল ১০ মিলিমিটারেরও বেশি। যার ফলে আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা বেশ কমেছে। আবহাওয়া বেশ শীতল। একধাক্কায় আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলে জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল

আসলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এইমুহুর্তে বাংলায় ঢুকছে। তার উপর রয়েছে অক্ষরেখার প্রভাব। আর এই দুইয়ের ফলস্বরূপ রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহবিদরা। তবে মন খারাপ ক্রিকেট প্রেমীদের। কারণ আজ সন্ধেয় কলকাতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান থাকার পাশাপাশি রয়েছে কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ। সেক্ষেত্রে ‘কাঁটা’ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। তার উপর দমকা ঝোড়ো হাওয়া। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে চলেছে অনবরত। বিকেলের দিকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে ঝড়ের বেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেশি থাকতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এছাড়াও এই জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

উত্তরবঙ্গেও বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে দার্জিলিং থেকে শুরু করে মালদা সহ উত্তরের আটটি জেলাতেই। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদহ এবং কালিম্পঙে ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group